রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক, চার চিঠি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি নেতা-কর্মীদের যেভাবে গ্রেফতার-হয়রানি করা হচ্ছে তাতে ভোটের ন্যূনতম পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে তো কিছুই নেই। এ অবস্থায় প্রশাসন ও পুলিশে রদবদল, অভিযান ও গ্রেফতার বন্ধে আবারও দাবি জানায় দলটি। গতকাল বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন মওদুদ আহমদ। এদিকে আজ নির্বাচন কমিশনে যেতে পারে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সিইসির সঙ্গে বৈঠকের পর মওদুদ আহমদ বলেন, ‘আমরা দুটি বিষয়ে কমিশনের সঙ্গে কথা বলেছি। দেশব্যাপী পুলিশি অভিযান, গ্রেফতার চলছে। বর্তমান জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা সরকারি লোক। সরকারের সাজানো প্রশাসন, মন্ত্রী-এমপি বহাল রেখে লেভেল প্লেয়িং ফিল্ড ভাবাই যায় না। এজন্য ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে গ্রেফতার বন্ধ, প্রশাসন-পুলিশে রদবদল করতে হবে।’ মওদুদ জানান, নির্বাচন কমিশন বিএনপির দাবি পর্যালোচনা করে ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে। বিদ্যমান পরিস্থিতির বিষয়ে বিএনপি নেতা দাবি করেন, ‘ভোটের কোনো পরিবেশ নেই; দিন দিন অবনতি হচ্ছে। সরকারের নীলনকশা যেভাবে বাস্তবায়ন হচ্ছে তাতে ইসি কিছু করতে পারছে না। জামিন পাওয়া মুশকিল এখন; বিএনপির সাত সম্ভাব্য প্রার্থীকেও গ্রেফতার করা হয়েছে।

মির্জা ফখরুলের চার চিঠি : গণগ্রেফতার বন্ধ, গ্রেফতারকৃতদের মুক্তি, পুলিশ ও জনপ্রশাসনে প্রত্যাহার এবং রদবদলের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের দাবি জানান বিএনপি মহাসচিব। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম বাতিল; প্রতিটি ভোট কেন্দ্রে নৈর্ব্যক্তিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং জানিপপকে পর্যবেক্ষণ থেকে বিরত রাখার বিষয়ে আলাদা চিঠি দেন মির্জা ফখরুল ইসলাম। ৮ নভেম্বর প্রথম তফসিল ঘোষণার পর বিএনপি, ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কয়েক দফা অভিযোগ জানানো হয় কমিশনে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের পর ফের গণগ্রেফতার বন্ধ ও রদবদলের দাবি জানাল দলটি।

সর্বশেষ খবর