রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে

—আনোয়ার ফারুক

ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে

প্রকৃতি, রোগবালাই, প্রতিকূল পরিবেশের সঙ্গে পাল্লা দিয়ে ফসল উৎপাদন করেন বাংলাদেশের কৃষক। কিন্তু দীর্ঘদিনের পরিশ্রম এবং খরচে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না তারা। তাই কৃষিকে বাঁচাতে হলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন সবচেয়ে বেশি আলোচনা হয় নিরাপদ খাদ্য নিয়ে। কৃষকদের অনেকেই কীটনাশক ব্যবহার না করে জৈব সার ব্যবহার করছেন। কিন্তু তারা পণ্যের দাম পাচ্ছেন না। প্রয়োজনে কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। আগামী ৫ বছর দেশের কৃষিকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক দলগুলোকে কৃষি ও কৃষককে গুরুত্ব দিতে হবে। ইশতেহারে কৃষকের জন্য রাখতে হবে ন্যায্যমূল্য পাওয়ার নিশ্চয়তা। আনোয়ার ফারুক আরও বলেন, মাঠ থেকে পণ্য বাজারজাতকরণে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষককে। গুদামজাতকরণ এবং সংরক্ষণের সুযোগও কম রয়েছে। কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন রকমের ভোগান্তি। কৃষি খাতে অনেক সফলতা এসেছে। এই সফলতার ধারা অব্যাহত রাখতে কৃষককে বাঁচাতে হবে। শিক্ষিত তরুণদের কৃষিতে টানতে হবে। কৃষি খাতকে আকর্ষণীয় করে তুলতে না পারলে মানুষ কষ্ট করে ফসল ফলাবে না। মনে রাখতে হবে, কৃষক বাঁচলে বাঁচবে কৃষিপ্রধান বাংলাদেশ।

সর্বশেষ খবর