রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বদির গাড়িতে গুলির ঘটনায় মামলা

খুলনায় মন্ত্রীর জামাতাকে গুলিতে গ্রেফতার নেই

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত সমালোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকালে বদির ব্যক্তিগত গাড়ির চালক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে এজাহারনামীয় তিন বিএনপি নেতাসহ সাতজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এজাহারে তিনি সংসদ সদস্য বদিকে হত্যা চেষ্টার অভিযোগ আনেন। মামলায় আসামিরা হলেন— টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুুল্লাহ, তার শ্যালক সালাউদ্দিন হেলাল ও রহুল আমিন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা।

খুলনায় গুলির ঘটনায় গ্রেফতার নেই : খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, খুলনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ-এর জামাতা বাংলাদেশ ব্যাংক খুলনার ডিজিএম প্রভাস কুমার দত্তকে (৫৬) গুলি করার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনায় কোনো কারণ উদঘাটন হয়নি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বকশিপাড়ায় প্রভাসের বাসায় ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচার করা হয়েছে। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি প্রভাসের পেটের ডানদিকে বিদ্ধ হয়েছে।

 

সর্বশেষ খবর