রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বীরপ্রতীক তারামন বিবি আর নেই

কুড়িগ্রাম প্রতিনিধি

বীরপ্রতীক তারামন বিবি আর নেই

একাত্তরের রণাঙ্গনের বীরকন্যা বীরপ্রতীক তারামন বিবি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজয়ের মাসের প্রথম প্রহরে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচরিপাড়ায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর মধ্য দিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়। তারামন বিবি কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুস সোহবান ও মা কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরের অধীন তারামন বিবি যুদ্ধ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৩-১৪ বছর। যুদ্ধ শেষে ১৯৭৩ সালে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধে তারামন বিবিকে তার সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করে। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন সরকার তারামন বিবিকে বীরত্বের পুরস্কার তার হাতে তুলে দেয়। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এক শোকবার্তায় বলেন, মুক্তিযুদ্ধে তারামন বিবির অংশগ্রহণ মুক্তিযোদ্ধাদের কাছে একটি উদাহরণ ছিল। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ অনেকে এ বীরকন্যার রুহের মাগফিরাত কামনা করেছেন।

সর্বশেষ খবর