মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া

রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে বাম জোটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মনোনয়নপত্রে প্রার্থীদের সংশোধনযোগ্য ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে অনেক স্থানে প্রার্থিতা বাতিল করা হয়েছে। অনেক স্থানে রিটার্নিং অফিসারদের এমন স্বেচ্ছাচারী আচরণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। নির্বাচন কমিশন (ইসি) সরকারি দলের ইচ্ছার প্রতিফলন করতে ‘উটপাখির নীতি’ নিয়ে চলছে। গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভায় এসব কথা বলেন জোট নেতারা। মনোনয়নপত্রে ভুলের সংশোধনের সুযোগ দিয়ে তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান বাম নেতারা। বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক ও সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সভাপতিত্বে বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাম জোটের প্রার্থীর কাজ ব্যাহত করতে এ ধরনের হয়রানি করা হচ্ছে। সরকারি দলের প্রার্থী ও নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন, সভা-সমাবেশ করছে, ভোট চাইছে, অথচ নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব। বিরোধী দলগুলোর প্রতি ইসির আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, কমিশন সরকারি দলের ইচ্ছার প্রতিফলন করতে ‘উটপাখির নীতি’ নিয়ে চলছে। এর অবসান না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক মো. শাহ আলম জানান, নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক বিষয় নিয়ে ৬ ডিসেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এ ছাড়া আগামী ১০ ডিসেম্বর জোটের ইশতেহার ঘোষণা করা হবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, ৮ ডিসেম্বর পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর