বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রভাবমুক্ত গণমাধ্যম ব্যবস্থা দরকার

—কামাল লোহানী

প্রভাবমুক্ত গণমাধ্যম ব্যবস্থা দরকার

প্রবীণ সাংবাদিক কামাল লোহানী বলেন, গণমাধ্যমকে রাজনৈতিক এবং অন্য সব ধরনের প্রভাবের ঊর্ধ্বে থেকে কাজ করতে দিতে হবে। সংবাদকর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন। এ জন্য তাদের বেতন-ভাতা এবং সার্বিক সুযোগ-সুবিধার ব্যাপারে ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের জন্য এ বিষয়গুলো ইশতেহারে সংযুক্ত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব  কথা বলেন। কামাল লোহানী আরও বলেন, যে যেমন পারছে নিউজ পোর্টাল খুলছে। এগুলোর দায়বদ্ধতার ব্যাপারটি যোগ করতে হবে। শুধু তাই নয়, ব্যাঙের ছাতার মতো পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল খোলা হচ্ছে। এত পত্রিকা-চ্যানেলের তো প্রয়োজন নেই। যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেই সুষ্ঠুভাবে পরিচালনা করা উচিত। শুধু গণমাধ্যম কর্মীদের দোষারোপ করলে চলবে না। তাদের নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ তৈরি করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই।

সর্বশেষ খবর