বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে

—অধ্যাপক ড. গোলাম রহমান

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে

সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। তবে মিডিয়ার জন্য তাদের তেমন চিন্তাভাবনা দেখি না। মিডিয়ার গণতান্ত্রিক বিকাশ এবং ঝুঁকি কমাতে উদ্যোগ নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রতি রাজনৈতিক দলগুলোর তেমন কোনো দায়িত্ববোধ থাকে না। তারা ভাবে মিডিয়া এমনিতেই তাদের বিভিন্ন খবর প্রচার করবে। গণমাধ্যম করপোরেট হোক অথবা ব্যক্তিগতভাবেই হোক নিজেরাই যতটুকু পারছে উন্নতি করছে। সম্প্রচার মাধ্যমগুলো নিয়মের মধ্যে চলে না। সম্প্রচার কমিশনের খসড়া আইনটিও জাতীয় সংসদে উত্থাপতি হয়নি। তাই এ খাতে কর্মরত মানুষগুলোর চাকরি নিয়ে কোনো নীতিমালা নেই। চাকরি ঝুঁকি কমাতে নেই কোনো উদ্যোগ। গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের চাপ বা ঝুঁকি নয়, গণমাধ্যম জনগণের পক্ষে স্বাধীনভাবে কাজ করবে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এ বিষয়গুলো থাকা জরুরি।

সর্বশেষ খবর