বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণমাধ্যমের স্বাধীনতা জরুরি

—অধ্যাপক রোবায়েত ফেরদৌস

গণমাধ্যমের স্বাধীনতা জরুরি

ইশতেহার হলো পবিত্র আমানত এবং প্রতিশ্রুতি। জনগণের সঙ্গে আগামী পাঁচ বছরের চুক্তি। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু গণমাধ্যমের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ভীষণ উদাসীন। গণতান্ত্রিক রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাধান্য দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক  রোবায়েত ফেরদৌস এ কথা বলেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের বিকাশ একটি পারস্পরিক বিষয়। দেশে গণতন্ত্র বিকশিত হলে গণমাধ্যমের স্বাধীনতা অবধারিতভাবে জরুরি। শুধু তাই নয়, গণমাধ্যমের পেশাদারিত্ব, ওয়েজবোর্ড, বিভিন্ন রকমের ভাতা এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়ে নজর দিতে হবে। এই অধিকারগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকেও মনিটরিং জোরদার করতে হবে।

সর্বশেষ খবর