বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া

পর্যবেক্ষক সংস্থা এনডিআইর সঙ্গে বৈঠক ড. কামালের

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সঙ্গে বৈঠকে নির্বাচনী পরিবেশ তুলে ধরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি এনডিআই প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘ইলেকশন ম্যালপ্র্যাকটিস’ (নির্বাচনী অনাচার) যেন না হয় তা আপনাদের (এনডিআই) দেখতে হবে।’ বৈঠক শেষে ড. কামাল সাংবাদিকদের বলেন, এনডিআই এসেছে, এটা ভালোই। আসলে ওরা তো প্রত্যেক ইলেকশনেই এসেছে। ওদের অনেক অভিজ্ঞতা আছে বাংলাদেশের ইলেকশন সম্পর্কে। এ ছাড়া দেশে বিদ্যমান নির্বাচনী পরিবেশ সম্পর্কেও  বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে। নির্বাচন সামনে রেখে গতকাল সকালে গুলশানে একটি হোটেলে এনডিআই প্রতিনিধিদের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক হয়। জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের পক্ষ থেকে এ বৈঠকের আয়োজন করা হয় বলে জানান ড. কামাল হোসেন। বৈঠকে এনডিআইর উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরা, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ সংস্থাটির আরও পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের সঙ্গে এতে অংশ নেন। কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশনের সরকারের আজ্ঞাবহ হওয়ার কথা নয়। একইসঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারে না। তারা (ইসি) শুধু এক সপ্তাহ ‘অ্যালাউ’ করল। এ বিষয়ে সরকার বলল যে, না আর এক ঘণ্টাও সময় পেছানো যাবে না। তো, সরকার তো ইলেকশন কমিশনকে আদেশ দেওয়ার কথা নয়, আর ইসিরও সরকারের আদেশ মানার কথা নয়। অথচ তারা সেটাই করল। এ ছাড়া বৈঠকে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানা যায়।

সর্বশেষ খবর