বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নাটোরে ছাত্রলীগ সভাপতির গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমসের গুলিতে আহত হয়েছেন এন এস সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার রিওন। রিওনের বাম পায়ের ঊরুতে গুলি লাগার পর স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে গুলিবর্ষণের পর স্থানীয়দের হামলার শিকার হয়ে বুক ও মাথায় আঘাত পেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমসকে। এ ছাড়া জেমসের সঙ্গে থাকা রুবেল নামে তার এক সহযোগী আহত হন।

গতকাল দুপুর দেড়টায় শহরের দক্ষিণ বড়গাছায় রিওনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আলম সোনারের ছেলে। বেলা আড়াইটায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে একটি গুলির খোসা পাওয়া গেছে। ঘটনার পর থেকে দক্ষিণ বড়গাছায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রিওনের বাবা আলম সোনার অভিযোগ করেন, তার ফুফাতো বোন রোজিনা খাতুনের স্বামী বালু ব্যবসায়ী মনিরুজ্জামানের কাছে বেশ কয়েকদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন ছাত্রলীগ সভাপতি জেমস। চাঁদা না পেয়ে সোমবার মধ্যরাতে মনিরুজ্জামানের বালুবাহী ট্রাকটি নিয়ে আসেন জেমস। গতকাল সকালে এ বিষয়ে রোজিনা খাতুন অভিযোগ জানাতে থানায় গেলে ক্ষিপ্ত হয়ে তার পিছু নেন জেমস ও তার দলবল। দক্ষিণ বড়গাছার একটি ময়দা মিলের সামনে অবস্থানরত ট্রাকটির সামনে গেলে রোজিনাকে মারতে উদ্যত হন জেমসরা। এ সময় রোজিনা দৌড়ে রিওনের বাড়ির সামনে আসেন। স্টেশন এলাকা ঘুরে দক্ষিণ বড়গাছা ছোট মোড়ে ভাইয়ের বাড়ির সামনে রোজিনাকে দেখেই এগিয়ে আসেন জেমসের নেতৃত্বে রিপন, রুবেল, রাজীব, হাসিবুল, সালমান, মকবুলসহ ৮-১০ জন। তারা রোজিনাকে ধরতে উদ্যত হলে রিওন বাধা দেন। এ সময় রিওনের বাম পায়ের ঊরুতে গুলি করে মারধর করা হয়। গুলির শব্দে লোকজন এগিয়ে এলে পিছু হটেন জেমস ও তার দলবল। মনিরুজ্জামানের স্ত্রী রোজিনা অভিযোগ করেন, ‘২০ নভেম্বর রাতে জেমস ও তার দলবল বড়গাছার বাড়িতে গিয়ে নগদ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, গাড়ির কাগজপত্রসহ বেশকিছু জিনিস ছিনিয়ে নেন। সেগুলো ফেরত পেতে ১০ লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে ফিরিয়ে দেন অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন। এর পর থেকেই আরও বেপরোয়া হয়ে ওঠেন জেমস। সর্বশেষ সোমবার রাতে মনিরুজ্জামানের গাড়িটি জোরপূর্বক নিয়ে আসেন জেমস। দুপুরে ভাইয়ের বাড়ির সামনে জেমস ও তার দলবল হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করলে আমি কোনোরকমে বেঁচে যাই কিন্তু ভাতিজা রিওন গুলিবিদ্ধ হয়।’ এ ব্যাপারে জানতে জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার বড় ভাই রিপন হোসেন গুলিবর্ষণের অভিযোগ মিথ্যা ও বানোয়াট মন্তব্য করে জানান, ‘উল্টো রিওন ও স্থানীয়রা তাদের ওপর হামলা চালান। রিওনই জেমসকে উদ্দেশ করে গুলবির্ষণ করেন এবং তা ভুলবশত রিওনেরই পায়ে লেগে যায়।’ রোজিনা বেগমের কাছ থেকে চাঁদা চাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে জানান তিনি। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর