বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংঘাতের শঙ্কা ক্রাইসিস গ্রুপের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক সংঘাত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। গতকাল প্রকাশিত ডিসেম্বর মাসের জন্য বাংলাদেশ সংক্রান্ত পূর্বাভাসে এ শঙ্কার কথা উঠেছে। এই পূর্বাভাসে আইসিজির প্রেসিডেন্ট বব ম্যালি বলেছেন, রাজনৈতিক বিদ্বেষ ও অনাস্থার মধ্যে আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা রয়েছে। বিরোধী রাজনৈতিক জোটের পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি উপেক্ষা করে বর্তমান সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা হতে যাওয়ায় এ শঙ্কার কথা বলেছেন আইসিজি প্রেসিডেন্ট। এ ছাড়া বলা হয়েছে গত মাসে রোহিঙ্গাদের সম্মতি ছাড়া তাদের প্রত্যাবাসনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা নির্বাচনের পর আবার নেওয়া হতে পারে। আন্তর্জাতিক সংঘাত নিয়ে কাজ করা ব্রাসেলস ভিত্তিক এ সংস্থার ম্যাপেও বাংলাদেশে সংঘাতে শঙ্কাকে চিহ্নিত করা হয়েছে।

সর্বশেষ খবর