শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

চার দশক পর ভোট যুদ্ধে নেই সাকা পরিবার

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বিএনপির রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপ খাটানো পরিবারের একটি যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা)-এর পরিবার। চট্টগ্রামে বিএনপির রাজনীতির ছড়ি ঘোরানো সাকা পরিবার বিগত ৪০ বছরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে নির্বাচন করে বিজয়ী হয়েছেন কেউ না কেউ। চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি এ তিনটি আসন থেকে ঘুরেফিরে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এ পরিবারের সদস্যরা। গত চার দশকের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রামের কোনো আসন থেকে সাকা পরিবারের কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম-২ ও ৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন সাকার ভাই গিয়াস কাদের চৌধুরী (গিকা)। অপরদিকে চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন গিকাপুত্র সামির কাদের চৌধুরী। মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সময় তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তারা নির্বাচন কমিশনে আপিল করলেও তা বাতিল হয় ঋণ ও মামলার সাজার কারণে। ফলে প্রায় ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ পরিবারের কেউ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। এর মধ্য দিয়ে চট্টগ্রামের রাজনীতি থেকে সাকা পরিবারের বিদায় ঘণ্টা বাজছে বলে মনে করেন কেউ কেউ।

মুক্তিযুদ্ধ গবেষক ও কলামিস্ট জামালউদ্দিন বলেন, ‘একসময় বিএনপি’র রাজনীতির ছড়ি ঘোরাতো যুদ্ধাপরাধী এ পরিবার। আমাদের দুর্ভাগ্য এ পরিবার থেকে একাধিক সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। এ পরিবারের কোনো সদস্য নির্বাচনে অংশ নেবে না তা কেউ কল্পনাই করতে পারেনি। নানান অপরাধের কারণে এবার সাকা পরিবারের কেউ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারছে না। এতে করে এ পরিবারের আধিপত্য শেষ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।’ জানা যায়, যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর থেকে চট্টলার রাজনীতিতে কোণঠাসা হতে থাকে এ পরিবার। এ সময় তাদের কাছ থেকে দূরে সরতে থাকে একনিষ্ঠ নেতা-কর্মীরাও। পরে তার স্ত্রী সন্তানরা চলে যান দেশের বাইরে। নির্বাচনকে সামনে রেখে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী দেশে এসে নির্বাচনের প্রস্তুতিও নেন। দুটি আসনে নির্বাচন করার  দৌড়ঝাঁপ শুরু করেন। কিন্তু নেতা-কর্মীদের কাছ থেকে  সেভাবে সাড়া না পাওয়ায় নিজেকে গুটিয়ে নেন। ’৭৯ সালে মুসলিম লীগের প্রার্থী হিসেবে রাউজান ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচন করে বিজয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সাকা চৌধুরী। ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী হন সাকা। ’৯১ সালে এনডিপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে নির্বাচন করে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকা। তার অপর ভাই গিয়াস কাদের চৌধুরী (গিকা) ’৯৬ সালে রাউজান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ ও ২০০৮ সালে তিনি রাউজান থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে ফটিকছড়ি থেকে নির্বাচিত হলেও হারেন রাঙ্গুনিয়া আসনে। দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বয়কট করায় এ পরিবারের কেউ নির্বাচনে অংশ নেননি। সাকা ও গিকার বাবা ফজলুল কাদের চৌধুরী স্বাধীনতার আগে গণপরিষদের সদস্য ছিলেন।

সর্বশেষ খবর