শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুলুর বাড়িতে হামলার ফুটেজ পুলিশের হাতে

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে হামলার ভিডিও ফুটেজ মামলার তদন্ত স্বার্থে পুলিশকে দেওয়া হয়েছে। কিন্তু হামলার সাত দিন পরও কেউ ধরা পড়েনি। পুলিশ বলছে তদন্ত চলছে। নাটোর জেলা বিএনপির সহসভাপতি মো. শহিদুল ইসলাম বাচ্চু জানান, নাটোরে রুহুল কুদ্দস তালুকদার দুলুর বাড়ির নিচতলায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়ে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর পরই জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহরিয়াজের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে যান।

পরদিন ২ ডিসেম্বর দুলুর ভাতিজা ও নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বাদী হয়ে নাটোর সদর থানায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জাহিদুর রহমান জাহিদ, জামিল হোসেন মিলন, সবুজ, মোহন, মিঠুন, কালিয়া, রনি, বাপ্পি, মাহাবুব, রানা ও লুটুসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, পরিকল্পিতভাবে হামলার সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েই হামলা করে। মামলার তদন্তের স্বার্থে বাদীর পক্ষ থেকে ঘটনার সময়ে ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। মামলার সাত দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত আসামিদের কাউকেই আটক করা হয়নি।

সর্বশেষ খবর