শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
মার্কিন কংগ্রেসে প্রস্তাব

বাংলাদেশে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

কূটনৈতিক প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। চার দফাবিশিষ্ট প্রস্তাবের শেষ দফায় প্রথমবারের মতো মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মিয়ানমারের ‘মনুষ্যসৃষ্ট ওই সংকটের’ কারণেই বাংলাদেশকে রোহিঙ্গা সংকট মোকাবিলা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নবম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান উইলিয়াম আর কিটিং বৃহস্পতিবার রাতে প্রস্তাবটি এনেছেন। আরও পাঁচ কংগ্রেসম্যান টেড ইয়োহো, এলিয়ট ইঙ্গেল, ব্র্যান্ড শারমেন, স্টিভ শ্যাবট ও জেরি কনোলির পক্ষে তিনি ওই প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেন। এরপর রীতি অনুযায়ী তা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিনিধি সভার পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর