রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভিকারুননিসার শিক্ষক হেনার মুক্তি দাবিতে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক

অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। গতকাল এ শিক্ষিকার মুক্তির      দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ করেছে তারা। ছাত্রীরা  বলছে, হাসনা হেনার মুক্তি দেওয়া না হলে তাদের আন্দোলন চলতেই থাকবে।  শিক্ষিকাকে নিরপরাধ দাবি করে আন্দোলনরতরা আজ থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে গতকাল বিভিন্ন শ্রেণির চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টা থেকে ছাত্রীরা ফের শিক্ষিকার মুক্তির দাবিতে আন্দোলনে  অংশ নেবেন বলে জানিয়েছেন। এদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার গতকাল প্রতিবেদককে বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছি। নিয়মিত ক্লাস পরীক্ষা চলছে বলেও দাবি করেন তিনি। সভাপতি আরও বলেন, বাইরে কিছু ছাত্রী আন্দোলন করেছে। কোনো একটি পক্ষ নিয়ে উদ্দেশ্যমূলকভাবে এ আন্দোলন করতে পারে। গভর্নিং বডির সভাপতি হিসেবে আমি বলব, আমাদের ছাত্রীরা যেন এ আন্দোলনে না যায়। গতকাল বেলা ১১টার দিকে ছাত্রীরা মেইন গেটের সামনে জড়ো হয়। তারা বসে শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর দেড়টায় আন্দোলনকারীদের পক্ষ থেকে লামিয়া ইকবাল, আদিবা হাসান ও সুমাইয়া মাহমুদ মৃত্তিকা শিক্ষা প্রতিষ্ঠানের মেইন গেটে কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। তারা জানান, অধ্যক্ষের রুমের সিসি টিভির ফুটেজে দেখা গেছে আপার সঙ্গে অরিত্রীর বাবা-মার কোনো কথা হয়নি। এ ছাড়া ছাত্রীদের দাবির মধ্যেও হাসনা হেনা আপার বিচারের দাবি ছিল না। আত্মহত্যার প্ররোচনার ঘটনার সঙ্গে জড়িত কারা, তা একটি সুষ্ঠু তদন্ত করে বের করা হোক। আমরা শিক্ষিকার নিঃশর্ত মুক্তি চাই। গতকাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিনা বেগমের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিরসনে সবার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেব। নবম  শ্রেণির শিক্ষার্থী অরিত্রী গত সোমবার আত্মহত্যা করার পর থেকে উত্তেজনা বিরাজ করছে রাজধানীর নামি এই শিক্ষা প্রতিষ্ঠানে।

সর্বশেষ খবর