শিরোনাম
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

৩০০ আসনে বৈধ প্রার্থী আড়াই হাজার, তিন দিনে আপিলে ফিরেছে আড়াই শ জনের প্রার্থিতা

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ৯ ডিসেম্বর রবিবার। বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থীকে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে দল ও জোটের চূড়ান্ত প্রার্থীর তালিকা আজকের মধ্যে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে পাঠাতে হবে। এ ক্ষেত্রে দলের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে রেখে অন্য প্রার্থীদের প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাবে। এবার নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিয়েছে। তফসিল অনুযায়ী, কাল ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

এদিকে আপিল আবেদনের শুনানি শেষে তিন দিনে আড়াই শতাধিক মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুনানির শেষ দিন গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত আপিল আবেদনের শুনানি চলে। ইসি কর্মকর্তারা জানান, শেষ দিনে অন্তত ৮৪টি, শুক্রবার ৭৮টি ও বৃহস্পতিবার ৮০ জনের প্রার্থিতা ফিরে পেয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ২ হাজার ২৭৯ জন প্রার্থীর সঙ্গে আপিলে ফিরে আসা বৈধ প্রার্থী মিলিয়ে প্রায় আড়াই হাজার বৈধ প্রার্থী হলো। ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র।  বাছাইয়ে বাদ পড়ে ৭৮৬টি। এর মধ্যে  ৫৪৩টি আপিল আবেদন জমা পড়ে। বাতিলের তালিকায় মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র ছিল। আপিল আবেদন শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন তারাই বেশি। বিএনপির অন্তত ৭৮ জন (প্রথম দিন ৩৯, দ্বিতীয় দিন ২১ ও তৃতীয় দিন অন্তত ১৮ জন) প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সর্বশেষ খবর