সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া

পাকিস্তানি দূতাবাসে গোপন বৈঠক নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

লন্ডনে তারেক রহমানের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। একইসঙ্গে ঢাকায় পাকিস্তানি দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গোপন বৈঠকের অভিযোগ করা হয়েছে। আর একে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ’ হিসেবে দেখছে দলটি।

গতকাল দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের কারণে দূতাবাসে যাতায়াত থাকতে পারে। তবে বিজয়ের এই মাসে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক জনমনে প্রশ্নের সঞ্চার করে। আবদুর রহমান বলেন, একদিকে বিভিন্ন গণমাধ্যমে লন্ডনে তারেক রহমানের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর গোপন বৈঠক, অন্যদিকে পাকিস্তানি দূতাবাসে মির্জা ফখরুলের সাক্ষাৎ ও গোপন বৈঠক ষড়যন্ত্রের আভাস। দুই বৈঠক একই সূত্রে গাঁথা। সে জায়গা থেকে আমরা মনে করি, এই সাক্ষাতে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে বিনষ্ট করার দুরভিসন্ধি।  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, বিএনপির মনোনয়ন বাণিজ্য নিয়ে সারা দেশে তাদের নেতা-কর্মীরা সন্ত্রাস ও অগ্নিকাণ্ড চালিয়েছে। তারা বিএনপির গুলশান ও পল্টন কার্যালয়ে ভাঙচুর করছেন। এই হামলা আসন্ন নির্বাচনের পরিবেশকেই শুধু বিঘ্নিত করে না, গণতান্ত্রিক সংস্কৃতির সুষ্ঠু ধারাকেও ব্যাহত করে। আওয়ামী লীগের এ নেতা অভিযোগ করেন, আমরা বারবার বলে এসেছি, বিএনপির সঙ্গে জামায়াতের জোট কোনো রাজনৈতিক জোট নয়, বরং এটা আদর্শিক। বিএনপির প্রধান শরিক ঐক্যফ্রন্ট নয়, জামায়াত। তাদের মনোনয়ন ভাগাভাগির মধ্য দিয়েই আবারও সেটা প্রমাণিত। আপনারা ইতিমধ্যে জানতে পেয়েছেন শরিক হিসেবে জামায়াত আসন পেয়েছে ২৩টি এবং ঐক্যফ্রন্ট পেয়েছে ১৭টি। যার মধ্য দিয়ে প্রমাণিত হয় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর