সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া

সত্যায়িত কপি না পেয়ে ইসিতে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির সত্যায়িত কপি না পেয়ে নির্বাচন ভবনে হট্টগোল করেছেন অর্ধশতাধিক প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচন কমিশনে যাদের আপিল নামঞ্জুর হয়েছে, হাই কোর্টে যেতে চাইলে তাদের ইসির সিদ্ধান্তের সার্টিফায়েড কপি জমা দিতে হবে। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত সেই কপি না পাওয়ায় বিপাকে পড়েন অনেকে। মনোনয়ন ফিরে না পাওয়া এই প্রার্থীরা দুপুরে নির্বাচন কমিশনে জড়ো হয়ে দ্রুত কপি দেওয়ার জন্য ইসি কর্মকর্তাদের অনুরোধ করতে থাকেন। কিন্তু কমিশন তা দিতে না পারায় শুরু হয় বাকবিতণ্ডা।২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জমা পড়া ৫৪৩টি আপিল আবেদনের ওপর বৃহস্পতি, শুক্র ও শনিবার শুনানি হয়। তিন দিনের শুনানিতে ২৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। যারা ইসির আপিলেও প্রার্থিতা ফিরে পাননি, তারা ভোটে থাকার চেষ্টায় উচ্চ আদালতে যাচ্ছেন। আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়া মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মো. আবদুল্লাহও সার্টিফায়েড কপির জন্য নির্বাচন কমিশনে লোক পাঠিয়েছেন। কিন্তু তিনিও বিকাল পর্যন্ত তা পাননি। আবদুল্লাহর প্রতিনিধি মো. আবু নেছার বলেন, দল  থেকে রায়ের কপি চাচ্ছে। কিন্তু কপি তো আমাদের দিচ্ছে না। তাই আবার আসলাম। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার যাদের আপিল নাকচ হয়েছে, তাদের মধ্যে মাত্র একজনকে গতকাল দুপুর পর্যন্ত সত্যায়িত কপি দিতে পেরেছেন তারা। তবে যাদের আপিল মঞ্জুর হয়েছে, তাদের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর