সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তৃতীয় দিনের অবস্থানে ভিকারুননিসা শিক্ষার্থীরা

শিক্ষক হাসনা হেনার জামিন

নিজস্ব ও আদালত প্রতিবেদক

ছাত্রী আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাসনা হেনাকে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিনে মুক্তির এ আদেশ দেন।

এর আগে আসামির আইনজীবীরা জামিন চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। পরে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনে মুক্তির আদেশ দেন। এর আগে হাসনা হেনার মুক্তির দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে ‘অনশন’ করেন। ভিকারুননিসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিনা বেগম অনশনরত ছাত্রীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। গতকাল বিভিন্ন শ্রেণির চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে হাসনা হেনা অভিযুক্ত হলে গত ৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ছাত্রীদের একটি অংশ হাসনা হেনার মুক্তির দাবিতে গত শুক্রবার থেকে আন্দোলন শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর