সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এফবিআই ও কানাডা পুলিশের প্রতিবেদন নিয়ে শুনানি হবে

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেসটিগেশনের (এফবিআই) এজেন্ট মিস ডেবরা লেপরোভেট এবং কানাডিয়ান পুলিশের প্রতিবেদনের ওপর শুনানির জন্য ৩ জানুয়ারি তারিখ ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই তারিখ ধার্য করেন। গতকাল এ প্রতিবেদন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এ দিন খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান প্রতিবেদন শুনানি পেছানোর আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘মামলাটি গুরুত্বপূর্ণ। মামলায় অন্যতম আসামি খালেদা জিয়া আদালতে হাজির নেই। মামলাটি সব আসামির উপস্থিতিতে শুনানি প্রয়োজন। এ ছাড়া প্রতিবেদনের বিরুদ্ধে আমরা আপত্তি দাখিল করব।’ এদিকে আদালতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘এ মামলায় বিদেশি তদন্ত সংস্থাগুলো যে তদন্ত করেছে, এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য রাষ্ট্র পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ প্রতিবেদন বিষয়ে আপত্তির কিছু নেই।’ এর আগে গত ২২ নভেম্বর বিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ঢাকার বিশেষ জজ-৯ আদালতে কানাডিয়ান পুলিশ ও যুক্তরাষ্ট্রের এফবিআই সংস্থার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

একইসঙ্গে ওই তদন্ত সংস্থার কয়েকজন কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার আবেদন করেন। আবেদনটি গ্রহণ করে বিচারক ৯ ডিসেম্বর দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকালের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন দুদকের তদন্ত কর্মকর্তা। মামলায় অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডিয়ান কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর