সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ড. কামালের ব্যাংক হিসাব অনুসন্ধানে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব খতিয়ে দেখার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। ড. কামাল হোসেনের কর ফাঁকি সম্পর্কে ১৮ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো পত্র প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এটা নিয়ে কাজ করছি। একটু সময় লাগবে। এই মুহূর্তে যদি আমরা খড়্গহস্ত হয়ে যাই, তাহলে অনেকে ভাববে যে ড. কামাল হোসেন বিরোধী দলের হয়ে নির্বাচন করছেন তাই তাকে ধরছে এনবিআর। যা-ই হোক, আমরা প্রক্রিয়া চালু রেখেছি। তবে ড. কামাল হোসেনকে কোনো ছাড় দিচ্ছি না, ব্যাংক হিসাব সার্চ করছি।’ গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ থেকে ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ শীর্ষক স্লোগানে সারা দেশে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে এনবিআর। সংবাদ সম্মেলনে নতুন ভ্যাট আইন সংশোধন প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘পুরনো আইনটি ভালো ছিল। তবে নতুন আইনকে যুগোপযোগীভাবে তৈরি করা হয়েছে। ব্যবসায়ীদের কাছে সংশোধনীর প্রস্তাব চাওয়া হয়েছে। এগুলো পেলে নতুন ভ্যাট আইন সামান্য আকারে সংশোধন করা হবে। কারণ সবার জন্য ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণ কঠিন হবে। এ ক্ষেত্রে কয়েকটি স্তরে ভ্যাট হার নির্ধারণ করব।’ সম্প্রতি তামাবিল স্থলবন্দরে বিজিবি ও কাস্টমসের সংঘর্ষ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি নিয়ে এখন কিছু বলব না। তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি দেওয়া হবে।’ এদিকে এনবিআর চেয়ারম্যান যখন সংবাদ সম্মেলন করছিলেন, তখন রাজস্ব ভবনের সামনে শতাধিক কাস্টমস কর্মকর্তা তামাবিল স্থলবন্দরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেন। তারা ওই ঘটনায় দোষীদের বিচার দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর