বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় পর্যায়ের দুস্থ শিল্পীদের সম্মানী দিতে হবে

—কামাল লোহানী

জাতীয় পর্যায়ের দুস্থ শিল্পীদের সম্মানী দিতে হবে

জাতীয় পর্যায়ের এবং জনপ্রিয় দুস্থ বয়স্ক শিল্পীদের সম্মানীর ব্যবস্থা করতে হবে। সারাজীবন সংস্কৃতিকে আঁকড়ে বাঁচা মানুষগুলোকে শেষ জীবনে মানবেতর জীবনযাপন করতে হয়। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে। প্রবীণ সাংবাদিক কামাল লোহানী বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের সংস্কৃতিকে বাঁচাতে চাইলে ৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। এই সংবিধানের যতগুলো রূপান্তর করা হয়েছে সেগুলোকে বাদ দিতে হবে। বয়োজ্যেষ্ঠ শিল্পী শুধু নয় সব শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা এবং পরিবহন খরচ ফ্রি করতে হবে। দেশের একজন সিনিয়র নাগরিক রাজনৈতিক দলের ইশতেহারে এসব অঙ্গীকার রাখার দাবি করতেই পারেন।

সর্বশেষ খবর