বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অসাম্প্রদায়িক বাংলাদেশের অঙ্গীকার থাকতে হবে

—গোলাম কুদ্দুছ

অসাম্প্রদায়িক বাংলাদেশের অঙ্গীকার থাকতে হবে

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক দেশ ও জাতি গঠনের অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর ইশতেহারে থাকতে হবে। অসাম্প্রদায়িক রাষ্ট্র সংস্কৃতির বিকাশ এবং ধারাবাহিকতা জোরদার করে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জাতীয় বাজেটে সংস্কৃতি অঙ্গনের জন্য ১ শতাংশ বরাদ্দ রাখতে হবে। এ অঙ্গনে বিভিন্ন ধরনের সংস্কৃতির বিকাশ ঘটছে। সেখানে সরকার বা রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতা এবং ইতিবাচক মনোভাব না থাকলে সংস্কৃতির প্রবাহ বাধাগ্রস্ত হয়। তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সংস্কৃতির লালন ও বিকাশে কার্যকরি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর