বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

মোরশেদ খানের মনোনয়ন বঞ্চনায় চট্টগ্রামে ভোটযুদ্ধে নেতিবাচক প্রভাবের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মোরশেদ খানের মনোনয়ন বঞ্চনায় চট্টগ্রামে ভোটযুদ্ধে নেতিবাচক প্রভাবের শঙ্কা

বিএনপির প্রভাবশালী নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান মনোনয়নবঞ্চিত হওয়ায় চট্টগ্রামের চান্দগাঁও-বোয়ালখালি আসনে তার সমর্থকরা বেশ ক্ষুব্ধ। চট্টগ্রামের অন্যতম শীর্ষ এই নেতা নির্বাচনী মাঠের বাইরে থাকলে তা  বিএনপি জোটের জন্য নেতিবাচক হবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। মাঠের রাজনীতিতে ভদ্র সজ্জন সমাজহিতৈষী হিসেবে পরিচিত বারবার নির্বাচিত এমপি মোরশেদ খান। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে অজাতশত্রু বলেও পরিচিত তিনি। মহানগর ও দক্ষিণ চট্টগ্রামের বিএনপি কার্যক্রমের সিংহভাগেরই দীর্ঘকালীন এই নিয়ন্ত্রক নেতা মোরশেদ খান। তার সমর্থকদের মধ্যে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অনেক নেতা, আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরও। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান, চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা বিএনপির সভাপতি ও মোহরা ওয়ার্ড কাউন্সিলর নাজিমসহ অনেকেই তার মাঠের নিয়ন্ত্রক বলে পরিচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এই এমপির মনোনয়ন বঞ্চনা মেনে নিতে পারছেন না সমর্থকদের কেউই।

তাদের মতে, বিএনপির দুঃসময়ে দলকে নানাভাবে প্রণোদনা দিয়েছেন মোরশেদ খান। মামলাসহ নানা হয়রানির আক্রোশেও পড়েন তিনি । তবুও এবার মনোনয়ন না পাওয়ায় চরম অসন্তোষ আছে সমর্থকদের মাঝে, যার প্রভাব পড়তে পারে ভোটের লড়াইয়ে। ভক্ত সমর্থকদের দাবি, বিএনপির এই শীর্ষ নেতা মনোনয়ন পেলে অন্তত ১০ থেকে ১৫টি আসনে নানাভাবে তার সুফল পেত বিএনপি। বিশেষ করে মহানগর ও দক্ষিণ চট্টগ্রামে ইতিবাচক প্রভাব পড়ত বলেই মাঠের কর্মীদের ধারণা।

সর্বশেষ খবর