বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বিশ্ব জলবায়ু সম্মেলন

তহবিল নিয়ে অগ্রগতি নেই

নিজামুল হক বিপুল, কাতোভিস, পোল্যান্ড থেকে

বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৪) দ্বিতীয় সপ্তাহে এসে উচ্চপর্যায়ের আলোচনায় চলছে চূড়ান্ত দরকষাকষি। অভিযোজন, প্রশমন, লস অ্যান্ড ড্যামেজ, সোলার এবং নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য বিষয়ে জলবায়ু তহবিলকে ফোকাস করে আলোচনা চলছে। তবে অনেকগুলো বিষয়ে অগ্রগতি হলেও অর্থ নিয়ে আলোচনা খুব একটা এগোচ্ছে না। এসবের বাইরে এবারের সম্মেলনে নতুন করে একাধিক বিষয় আলোচনায় উঠে এসেছে। উদ্বাস্তু পুনর্বাসন, তাদের কর্মসংস্থান, আরবানাইজেশন ইস্যুতে আলোচনা হয়েছে এবারের সম্মেলনে। আলোচনার সুবিধার্থে গতকাল থেকে সম্মেলনের সময়সীমা বাড়ানো হয়েছে রাত ১২টা পর্যন্ত। সম্মেলনের দশম দিনে সোমবার দিনভর প্রায় প্রতিটি সাইট ইভেন্টে আলোচনা হয়েছে ক্লাইমেট ফান্ড নিয়ে। এ জন্য সোমবার জলবায়ু সম্মেলনের দশম দিনকে ক্লাইমেট ফান্ড ডে ঘোষণা দেওয়া হয়। গতকাল একাদশ দিনে আলোচনার অন্যতম বিষয় ছিল প্যারিস রুল বুকের আওতায় জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে। তবে এ নিয়ে কোনো অগ্রগতি নেই। বাংলাদেশ প্রতিনিধি দলের নেগোশিয়েটর ড. আইনুন নিশাত গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সব বিষয়ে আলোচনা কম বেশি এগুলোও ফাইন্যান্সে একেবারেই কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু অর্থ তহবিলে এসেছে সেখান থেকে বাংলাদেশ কতটুকু অর্থ আদায় করতে পারে সে চিন্তা থেকে কাজ করা দরকার। আইনুন নিশাত জানান, এবারের সম্মেলন ফাইন্যান্সের কথা বাদ দিলে অন্যান্য ইস্যু যেমন, লস অ্যান্ড ড্যামেজ, অভিযোজন, প্রশমনসহ প্যারিস চুক্তির রুল বুক অনেক দূর এগিয়েছে। টেকনোলজি নিয়ে আলোচনা হয়েছে। লস অ্যান্ড ড্যামেজ রিপোর্ট চূড়ান্ত হয়েছে। ট্রান্সপারেন্সি মেকানিজম এগোচ্ছে। এখন এজেন্ডা ধরে ধরে আলোচনা হচ্ছে। এবারের সম্মেলনে গুরুত্ব পেয়েছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘরবাড়ি উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষদের বিষয়টি। উদ্বাস্তুদের পুনর্বাসন বা রিসেটেলমেন্ট বিষয়ে আলোচনা হচ্ছে। কীভাবে অর্গানাইজড ওয়েতে তাদের সেটেল করা তা নিয়ে কাজ হচ্ছে। আলোচনায় উঠে এসেছে র‌্যাপিড আরবানাইজেশন ইস্যুও। ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান হাসিনা মোশরেফা বলেন, তারা র‌্যাপিড আরবানাইজেশন নিয়ে কাজ করছেন। এবারের সম্মেলনে এই ইস্যু ব্যাপকভাবে আলোচনায় এসেছে। র‌্যাপিড আরবানাইজেশনের সঙ্গে জলবায়ু পরিবর্তনের একটা বড় সম্পর্ক রয়েছে। উপকূলীয় এলাকা, নদী ভাঙনের শিকার, ঝড়, জলোচ্ছ্বাসের শিকার মানুষ প্রতিনিয়ত শহরমুখী হচ্ছেন। কিন্তু তাদের জন্য শহরে কোনো সেনিটেশন ব্যবস্থা, সুপেয় পানীয়, তাদের স্বাস্থ্য, কর্মসংস্থান এসব বিষয়ে কোনো কাজ হচ্ছে না। হাসিনা বলেন, ব্র্যাক দেশে ২০টি শহরে জলবায়ু পরিবর্তনের শিকার লোকজনদের নিয়ে কাজ করছে। তাদের পুনর্বাসনে কাজ করছে। এবারের সম্মেলনে এই বিষয় নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। বিসিএএস-এর গোলাম রাব্বানী বলেন, অভিযোজন, প্রশমন, লস অ্যান্ড ড্যামেজ, সোলার এবং রিনিয়উবেল এনার্জি এবং অন্যান্য বিষয়ে জলবায়ু তহবিলকে ফোকাস করে আলোচনা হয়েছে। জলবায়ু তহবিলে সহায়তায় কিছু কিছু দেশ এগিয়ে এসেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর