শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে

— মে. জে. আবদুর রশীদ (অব.)

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আবদুর রশীদ (অব.) বলেন, মৌলবাদ দেশের ভিতরে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। ফাঁদে পড়ে ধ্বংস হচ্ছে তরুণরা। জঙ্গিবাদ দমনে সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করতে হবে। সব ধর্মের প্রতি সহিষ্ণুতা তৈরিতে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উন্মুক্ত ইন্টারনেট ও ধর্ম ব্যবসায়ীদের মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে সমাজের মাঝে। এই ঘৃণার সংস্কৃতি বন্ধ করতে হবে। আগামী পাঁচ বছর দেশকে জঙ্গিবাদের ছোবল থেকে বাঁচাতে সমাজের এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে। ইশতেহারে অন্তর্ভুক্ত করে জঙ্গিবাদ রুখতে পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক দলগুলো সমাজের বিভিন্ন ক্ষেত্র নির্দিষ্ট করে সেগুলো নিয়ে কাজ করতে পারে। জঙ্গিবাদের উেস যেতে হবে এর সমাধান খুঁজতে।

সর্বশেষ খবর