শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

বিএনপির ১৭, আওয়ামী লীগের ১৮ ডিসেম্বর

আজ জাপার ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর ইশতেহার ঘোষণা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইশতেহার ঘোষণা করবেন। অন্যদিকে বিএনপি ও কয়েকটি দল নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ইশতেহার দেবে ১৭ ডিসেম্বর। মতিঝিলে হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের এই ইশতেহার ঘোষণা করবেন শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান দুই দলের ইশতেহারে কী থাকছে সেদিকেই দৃষ্টি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আওয়ামী লীগ : ২০টি            লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে আওয়ামী লীগের ইশতেহার। ‘আমার গ্রাম, আমার শহর’ মূল স্লোগানে হতে পারে এবারের ইশতেহার। আগামী ১৮ ডিসেম্বর এই ইশতেহার ঘোষণা করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির উপকমিটি ৬৪ পৃষ্ঠার ইশতেহারের প্রাথমিক খসড়াটি জমা দিয়েছে দলের সভানেত্রীর কাছে। জাতীয় ঐক্যফ্রন্ট : জাতীয় ঐক্যফ্রন্ট ইশতেহার ঘোষণা করবে আগামী ১৭ ডিসেম্বর। বিষয়টি জানিয়ে এ জন্য পুলিশের প্রয়োজনীয় সহায়তা চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ জাপার ইশতেহার ঘোষণা করবেন হাওলাদার : আজ ১০টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা করা হবে।

 ইশতেহার ঘোষণা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এবিএম রুহুল আমিন হাওলাদার।

সর্বশেষ খবর