শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সাহায্য করবে

-- যৌথ বিবৃতি

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

মিয়ানমারে রাখাইন প্রদেশে রোহিঙ্গা পুনর্বাসনের জন্য ভারত সরকার প্রয়োজনীয় সব সাহায্য করবে। মিয়ানমারে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের রাষ্ট্রীয় সফরের পর গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ভারত সরকার এর আগে রাখাইন প্রদেশের পরিকাঠামো উন্নয়নে ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ করে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই অর্থের প্রকৃত ব্যবহারের পরে ভারত সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ দেবে। রাখাইন প্রদেশের বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের বিষয়ে মিয়ানমার সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে যে সমঝোতা হয়েছে তাকে ভারত সমর্থন করে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এই সফরে রাষ্ট্রপতি কোবিন্দ মিয়ানমার রাষ্ট্রপতি ইউ উইন মিন্টের এবং স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠক করেন।

সর্বশেষ খবর