শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভো টে র হা ও য়া সা রা দে শে

রংপুরে ঐক্যফ্রন্টের মাজার জিয়ারত গণসংযোগে জাপা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী রিটা রহমান গতকাল দুপুরে মাওলানা কেরামত আলী জৌনপুরীর (রহ.) মাজার জিয়ারত করেছেন। পাশাপাশি মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে গণসংযোগ করেন দলটির নেতা-কর্মীরা।

জাপার নেতা-কর্মীরা দুপুরে রংপুর সিটি বাজার থেকে শুরু করে সুপার মার্কেট, মিনি মার্কেট, জেলা পরিষদ মার্কেট, মিঠুর গলি, পায়রা চত্বর, জাহাজ কোম্পানিসহ নগরীর বিভিন্ন এলাকায় লাঙ্গলে ভোট চেয়ে গণসংযোগ এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাকসহ জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী রিটা রহমান মাজার জিয়ারতের আগে কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে স্থানীয় পথচারী, মুসল্লি ও প্রতিবন্ধীদের সঙ্গে কুশলবিনিময় করে ধানের শীষ মার্কায় ভোট চান। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে এ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির দফতর সম্পাদক হারুন অর রশিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোখছেদুল আরেফীন রুবেল, বিএনপি নেতা মনিরুল ইসলাম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর