শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
মার্কিন কংগ্রেসে প্রস্তাব গৃহীত

অংশগ্রহণমূলক সুষ্ঠু ভোট চায় যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষে একটি প্রস্তাব গত বৃহস্পতিবার গৃহীত হয়েছে। প্রস্তাবটি এনেছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নবম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান উইলিয়াম আর কিটিং, কংগ্রেসম্যান টেড, ইয়োহো, এলিয়ট ইঙ্গেল, ব্র্যান্ড শারমেন, স্টিভ শ্যাবট ও জেরি কনোলি। প্রস্তাবের প্রথম দফায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উৎসাহিত করতে প্রতিনিধিসভার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দ্বিতীয় দফায় গণমাধ্যম ও মতপ্রকাশের  স্বাধীনতাকে সম্মান জানাতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের অনুরোধকে গুরুত্ব দিতে বাংলাদেশ সরকারের প্রতি প্রতিনিধিসভার আহ্বান স্থান পেয়েছে। তৃতীয় দফায় আসন্ন নির্বাচন নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও এতে সব বাংলাদেশির স্বাধীনভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটারদের ইচ্ছাকে সম্মান জানাতে বাংলাদেশে রাজনৈতিক নেতাদের বিচারিক কর্তৃপক্ষগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভার আহ্বান স্থান পেয়েছে।

চতুর্থ ও শেষ দফায় কষ্ট সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রশংসা রয়েছে। সেখানে রোহিঙ্গা সংকটকে মনুষ্যসৃষ্ট মানবিক নিপর্যয় হিসেবে উল্লেখ করে বলা হযেছে, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনীর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের ফলেই এ সংকট সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর