বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা

নৌকায় ভোট দিয়ে স্বাধীনতাবিরোধীদের সমুচিত জবাব দিন

প্রতিদিন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিজয়ের মাসে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতাবিরোধীদের সমুচিত জবাব দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তাঁর বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে পিরোজপুর, কিশোরগঞ্জ, নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন। সূত্র বাসস।

বিকাল ৫টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের স্বাধীনতামঞ্চে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  বিজয়ের মাসে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতাবিরোধীদের সমুচিত জবাব দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে অবহেলিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশের সব এলাকা সমানভাবে উন্নত হবে, দেশের মানুষ উন্নত হবে, দেশ সমৃদ্ধ হবে। তিনি বলেন, আমরা জ্বালাও-পোড়াও, স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসনকারীদের প্রতিহত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। পরে প্রধানমন্ত্রী পিরোজপুরের তিনটি আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। কিশোরগঞ্জের ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, এই জনপদটি সবসময় অবহেলিত থাকলেও তাঁর সরকার কিশোরগঞ্জের উন্নয়নে ব্যাপক কাজ করেছে। তিনি বলেন, আমি জানি কিশোরগঞ্জবাসী সবসময় নৌকায় ভোট দেন এবং আমি চাই আপনারা এবারও নৌকা মার্কায় ভোট দেবেন; যাতে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে সেই স্বাধীন দেশে স্বাধীনতার সুফল যেন প্রতিটি ঘরে পৌঁছে প্রতিটি মানুষের জীবনমান উন্নত হয় এটাই আমাদের লক্ষ্য। এ সময় তিনি সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর রোগমুক্তি কামনা করেন। তাকে বিজয়ী করতে এবং কিশোরগঞ্জে নৌকার অন্য প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের নৌকার পক্ষে একজোট হয়ে কাজ করারও আহ্বান জানান।

সর্বশেষ খবর