শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রের জাল বুনছে

—এ কে এম শহীদুল হক

স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রের জাল বুনছে

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা স্বাধীন বাংলাদেশ ছিনিয়ে নিয়েছি। তাই বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে তাদের যোগসূত্র বরাবরই ছিল। জামায়াতে ইসলামীর পাশাপাশি বিএনপিতেও স্বাধীনতাবিরোধীদের আনাগোনা রয়েছে। তাই শান্তিপূর্ণ নির্বাচন ভণ্ডুল করতে এ অপশক্তি আইএসআইর সহযোগিতায় ষড়যন্ত্রের জাল বুনছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় বিএনপি ও জামায়াতে ইসলামীকে আপন মনে করে। এদের মাধ্যমে তারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে শক্তিশালী করতে চায়। এর পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য হলো ভারতকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ইন্ধন দেওয়ার চেষ্টায় তারা তৎপর থাকে। সাবেক এই আইজিপি আরও বলেন, বাংলাদেশে যেসব পাকিস্তানপন্থি আছে তাদের ব্যবহার করে এ লক্ষ্যগুলো পূরণ করতে চায়। স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় আনতে তারা আগেও সচেষ্ট ছিল এখনো আছে। এ অপতৎপরতা রুখতে হলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এদের বিষয়ে সার্বিক তথ্য জোগাড় করতে হবে। তারা কাদের সঙ্গে কোথায় মিটিং করছে সেসব তথ্য একত্রিত করতে হবে। দেশের জনগণকে সচেতন হতে হবে। কোথাও কোনো সন্দেহজনক বিষয় দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর