শিরোনাম
শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া

শরিকদের ‘ঠেলাঠেলি’তে অস্বস্তি দুই জোটে

দক্ষিণ চট্টগ্রামের পাঁচ আসন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আসন্ন নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি আসনে স্বস্তিতে নেই মহাজোট ও ২০-দলীয় জোটের প্রার্থীরা। দক্ষিণের সব আসনেই নিজের শরিক দলের প্রার্থীদের মধ্যেই নির্বাচনী যুদ্ধে চলছে ঠেলাঠেলি। এতে চরম বেকায়দায় পড়ছেন জোট মনোনীত প্রার্থীরা। ফলে এ আসনগুলোতে নির্বাচনী ফলাফলে বদলে যেতে পারে জয়-পরাজয়ের হিসাব। চট্টগ্রাম-১২ আসনে এবারও মহাজোট থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। এ আসনে নির্বাচন করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুচ্ছফা সরকারও। একই সঙ্গে নির্বাচন করছেন জাতীয় পার্টির নেতৃত্বাধীন ‘সম্মিলিত জাতীয় জোটে’র অন্যতম শরিক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন। তাই মহাজোটের ভোটগুলো হবে তিন ভাগে বিভক্ত। সেদিক থেকে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে ২০-দলীয় জোটের প্রার্থী বিএনপি নেতা এনামুল হক। চট্টগ্রাম-১৩ আসনে মহাজোটের ব্যানারে ফের নির্বাচন করছেন প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। একই আসন থেকে নির্বাচন করছেন ‘সম্মিলিত জাতীয় জোটে’র অন্যতম শরিক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন। ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম। এ আসনে নির্বাচন করছেন গণফোরামের উজ্জ্বল ভৌমিকও। বিগত সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এ আসনে এগিয়ে রয়েছেন মহাজোট প্রার্থী। চট্টগ্রাম-১৪ আসনে ২০-দলীয় জোট প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন পাঁচবারের বিজয়ী সংসদ সদস্য এলডিপির কর্নেল অলি আহমদকে। এ এলাকার অন্যতম জনপ্রিয় এ প্রার্থীর বিরুদ্ধে মহাজোটের মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এ আসনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করছেন মহাজোটের অন্যতম শরিক জাপার আবু জাফর মোহাম্মদ অলি উল্লাহ এবং তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী। চট্টগ্রাম-১৫ আসনে মহাজোটের মনোনয়ন নিয়ে ফের নির্বাচন করছেন আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। এ সংসদ সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের একটি গ্রুপ সক্রিয় রয়েছে। কিন্তু এক সময় নদভী জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে বিএনপি-জামায়াতের সঙ্গে সেই সম্পর্ক অটুট রয়েছে। পক্ষান্তরে বিএনপির ব্যানারে নির্বাচন করছেন জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম। নিজ দলের নেতা শাহজাহান চৌধুরীর সঙ্গে কোন্দলের কারণে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই শামসুল ইসলাম। তার সঙ্গে ঘরের শত্রু বিভীষণ হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন গণফোরামের প্রার্থী আবদুল মোমেন চৌধুরী। চট্টগ্রাম-১৬ আসনে লড়াই হবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতের মধ্যে। এ আসনে চারজনের মধ্যে নির্বাচিত হতে পারেন যে কেউ। তাই এ আসনটি চারজনের জন্যই ‘ওপেন’ বলা যায়। এ আসনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির প্রভাবশালী সদস্য ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জহিরুল ইসলাম।

সর্বশেষ খবর