শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া

সিলেটে ভোটের মাঠে পঞ্চপত্নী

শাহ দিদার আলম নবেল, সিলেট

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ এ আবদুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন বেশ আগে থেকেই মাঠে আছেন। নৌকা প্রতীকে ভোট চেয়ে সেলিনা চষে বেড়াচ্ছেন নগরী ও শহরতলির পাড়া-মহল্লা। গত মঙ্গলবার থেকে তাকে টেক্কা দিতে আনুষ্ঠানিকভাবে স্বামীর পক্ষে গণসংযোগে নেমেছেন বিএনপি মনোনীত            প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের স্ত্রী জাকিয়া ইয়াসমিন। এ দুজন ছাড়াও ভোটের মাঠে আরও তিন প্রার্থীর অর্ধাঙ্গিনীরা পুরোদস্তুর সক্রিয়। তারা হচ্ছেন সিলেট-৪ আসনের প্রার্থী ইমরান আহমদের স্ত্রী ড. নাসরিন আহমদ ও দিলদার হোসেন সেলিমের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম। আরেকজন হচ্ছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদারের স্ত্রী রাজিয়া সুলতানা। নির্বাচনী ডামাডোলের শুরু থেকেই মোমেনের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সেলিনা মোমেন। প্রায় প্রতিদিন তিনি নগরীর অলিগলিতে গণসংযোগে ব্যস্ত। কখনো স্বামীর সঙ্গে, কখনো দলীয় নেতা-কর্মীদের নিয়ে। গণসংযোগ, পথসভা উঠান বৈঠকের মাধ্যমে তিনি মোমেন ও তার পারিবারিক ঐতিহ্য তুলে ধরছেন। তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়ন তৎপরতা। অর্থমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত সিলেটে যেসব উন্নয়ন কাজ করছেন তাও তুলে ধরছেন। মুক্তাদির পত্নী জাকিয়া ইয়াসমিন এতদিন ধরে নিজের মতো করে প্রচারণা চালালেও এখন তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে নেমেছেন। গত মঙ্গলবার থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। চেনা-জানা আত্মীয়স্বজনসহ নিজের এলাকার নারী ভোটারদের সঙ্গে কথা বলছেন। আনুষ্ঠানিক প্রচারণায় মঙ্গলবার জাকিয়া লালাদিঘীরপাড়, কুয়ারপাড়, শেখঘাট এলাকার বাসাবাড়িতে এবং বুধবার ভাতালিয়া, বিলপাড়, লামাবাজার এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন। জাকিয়া ইয়াসমিনের সঙ্গে প্রচারণায় সিলেট জেলা ও মহানগর মহিলা দল নেতারাও রয়েছেন। এদিকে নির্বাচনী প্রচারণা শুরুর ৩-৪ দিন পর থেকেই স্বামীর পক্ষে ভোট চেয়ে মাঠে কাজ করছেন সিলেট-৪ আসনে নৌকার প্রার্থী ইমরান আহমদের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরিন আহমদ। তিনিও সরব ভোটের মাঠে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলো। সমানতালে কাজ করছেন ধানের শীষের প্রার্থী দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন্নাহার সেলিম। নাসরিন ও জেবুন্নাহারের সঙ্গে দুই দলের নেতা-কর্মীরা সহযোগিতা করছেন। অন্যদিকে সিলেট-২ আসনে সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ড. এনামুল হক সরদারের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরী। প্রতিদিনই তিনি এ আসনের দুই উপজেলা বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। রাজিয়ার সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের মানুষ কাজ করছেন।

সর্বশেষ খবর