রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনের সাতকাহন

বাসদের ইশতেহারে ১৭ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহারে ১৭ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। গতকাল সেগুনবাগিচায় স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে বলা হয়, স্থানীয় সরকারকে পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা হবে। ’৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে। বিশেষ ক্ষমতা আইন ৭৪, ৫৪ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক আইন বাতিল করা হবে। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, বাসদের ঢাকা-৭ আসনের প্রার্থী খালেকুজ্জামান লিপন, ঢাকা-৮ আসনের প্রার্থী শম্পা বসু, ঢাকা-১৭ আসনের প্রার্থী এস এম আহসান হাবিব বুলবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবু নাঈম খান বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাম গণতান্ত্রিক জোট ১৩১টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জোটভুক্ত বাসদ ৪৫ আসনে নির্বাচনে অংশ নিচ্ছে।

সর্বশেষ খবর