শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বিশিষ্টজনদের চোখে ভোট

সবারই সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি

---- অধ্যাপক এসএমএ ফায়েজ

জয়শ্রী ভাদুড়ী

সবারই সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, দরজায় কড়া নাড়ছে ভোট। মানুষ যেন নিরাপদে ভোট দিতে পারে এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। ভোটের অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রধান দুদলের সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করছে। সব দলের অংশগ্রহণে ভোট উৎসবের জন্য প্রস্তুত সারা দেশ। ভোটাররা নিজের পছন্দমতো যোগ্য প্রার্থীকে কোনো কিছুতে প্রভাবিত না হয়ে ভোট দেবেন। ভোটারদের ভোট দেওয়ার প্রতিফলন যেন ফলাফলে ঘটে। প্রধান দুদলকেই ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করে পরস্পর সহযোগিতামূলক আচরণ করতে হবে। এক দল আরেক দলের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলে ভোটের পরিবেশ নিয়ে জনমনে কোনো উদ্বেগ সৃষ্টি হবে না।

সর্বশেষ খবর