শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ‘হোম ওয়ার্কে’ দিনরাত সরব প্রার্থীরা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ, তবে প্রার্থীদের দম ফেলার ফুরসত নেই। তারা এখন সময় পার করছেন ‘হোম ওয়ার্ক’ করে। গতকাল ধর্মীয় উপসনালয়ে গিয়েও তারা অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়েছেন।

আজ শনিবারও প্রার্থীরা দলীয় নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে ঘরোয়া বৈঠক, হাউস ক্যাম্পেইন, নেতা-কর্মীদের নিয়ে আলোচনা-পরামর্শ, কেন্দ্রভিত্তিক ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রভিত্তিক কমিটির সঙ্গে আলোচনা, ভোটারদের কাছে ভোট নম্বরের স্লিপ পৌঁছানো, কারও নাম তালিকা থেকে বাদ পড়ছে কি না দেখা, ভোটার নম্বও ঠিক আছে কিনা নিশ্চিত হওয়াসহ সর্বশেষ প্রস্তুতি নিয়ে প্রার্থীরা ব্যস্ত থাকবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের মহাজোট মনোনীত আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল নিজের বাসায় ভোট কেন্দ্রভিত্তিক কমিটি, এজেন্ট ও সহকারী এজেন্টদের নিয়ে বৈঠক করেছেন। দুপুরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ পড়ে পার্শ্ববর্তী কবর জিয়ারত করেছেন। এরপর তিনি চট্টগ্রামের নন্দনকানন ইসকন মন্দির ও প্রবর্তক ইসকন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এই আসনের বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন বর্তমানে কারাগারে থাকলেও তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা হোম ওয়ার্ক করছেন। এ ছাড়া চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের মহাজোটের প্রার্থী ডা. আফসারুল আমীন গতকাল সকাল থেকেই করেছেন ‘পেপার ওয়ার্ক’। নিজের ভোট কেন্দ্রগুলোর এজেন্ট, পোলিং এজেন্ট এবং দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের সঙ্গে তিনি কথাও বলেন। ডা. আফসারুল আমীনের ব্যক্তিগত সহকারী দেলওয়ার হোসেন বলেন, ‘গতকাল সকালে তিনি (ডা. আফসারুল আমীন) দেওয়ান হাটের ব্যক্তি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের দায়িত্ব পালনসহ নানা বিষয়ে কথা বলেছেন। পরে নিজ বাড়ির জামে মসজিদে নামাজ পড়ে মা-বাবার কবর জিয়ারত করেন। তবে এখন পুরোদমে চলছে হোম ওয়ার্ক।’

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের মহাজোট প্রার্থী এম এ লতিফের ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণা শেষ। তাই গতকাল সকালে প্রথমে বাসায় এবং পরে ইপিজেড এলাকার অফিসে দলীয় নেতা-কর্মী এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে ঘরোয়া বৈঠকে নানা বিষয়ে আলোচনা করেছি।’ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘কেন্দ্রভিত্তিক কমিটি ও এজেন্টদের নিয়ে বৈঠক করে ভোটের দিনের প্রয়োজনীয় বিষয় নিয়ে কাজ করছি।’ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রচারণা শেষ। তাই বাকি সময়টুকু বাড়িতে বসে এলাকার মানুষদের নিয়ে নির্বাচনী কাজ করছি।’

সর্বশেষ খবর