শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

নির্বাচনে খালেদাসহ ভোট দিতে পারবেন না যারা

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় নির্বাচন আগামীকাল। দেশে এবার সব দলই নির্বাচনে অংশ নিচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এবারের নির্বাচনে দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার কারণে প্রার্থী হতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোটও দিতে পারবেন না সাবেক এ প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ছাড়াও যেসব রাজনৈতিক ব্যক্তি ও প্রার্থী কারাগারে রয়েছেন তারাও সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এমনকি কারাবন্দী সাধারণ ভোটাররাও ভোট দিতে পারবেন না। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী জানিয়েছেন, ‘কারাবন্দীদের জন্য ভোট দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি।’ কারা সূত্রে জানা গেছে, বর্তমানে কারাবন্দী ৮০ হাজারের কাছাকাছি। তার বেশির ভাগই ভোটার। এবারের নির্বাচনে বিএনপির ১৫ জন প্রার্থী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় বা বাড়ি থেকে অথবা অন্য কোনো স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর