শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

ঢাকার ৬ আসনে ৯ নারী প্রার্থী

জিন্নাতুন নূর

ঢাকার ৬টি আসনে এবার নয় নারী প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন। ভোট পেতে বাধা-বিপত্তি, হামলা উপেক্ষা করে এই নারীরা চালিয়েছেন জমজমাট প্রচারণা। নিজেদের আসনে এই নারীদের কেউ কেউ তাদের প্রতিপক্ষের কাছে হয়ে উঠেছেন শক্ত প্রতিদ্বন্দ্বী। বিভিন্ন আসনে এই নারী প্রার্থীদের পোস্টার দেখা যাচ্ছে। তাদের দলের সমর্থক ও কর্মীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন ছাড়া বিএনপি ও বামপন্থি নারী প্রার্থীরা অভিযোগ করেছেন, প্রচারণা চালাতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়েছেন। তবে বাধা উপেক্ষা করেও নির্বাচনী মাঠে তারা শেষ ফলাফল দেখার লড়াইয়ে এখন প্রস্তুত।  ঢাকা-১৮ আসন দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানা এবং আশপাশে কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে এবার নৌকা প্রতীক নিয়ে লড়ছেন অ্যাডভোকেট সাহারা খাতুন। তার এলাকার সর্বত্র ছেয়ে গেছে সাহারা খাতুনের পোস্টার-ব্যানারে। ভোট চেয়ে তার কর্মী-সমর্থকরা গত ১০ বছরে এলাকার উন্নয়নের বার্তাসহ লিফলেট বিলি করেছেন। এলাকায় সাহারা খাতুন ছাড়া অন্য প্রার্থীর পোস্টার সেভাবে দেখা যায়নি। ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা আব্বাসকে ব্যাপক প্রচারণা চালাতে দেখা গেছে। গণসংযোগ চালাতে গিয়ে তিনি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। আফরোজা আব্বাসের এলাকায় নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরী। আফরোজা আব্বাস বলেন, প্রচারণা চালাতে গিয়ে আমার ওপর চারবার হামলা হয়েছে। তবে ভোটাররা আমাকে বেশ উৎসাহ দিয়েছেন। এবার এই আসনে আরও লড়বেন ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মাহফুজা আক্তার বীণা। আম মার্কা নিয়ে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এর এই প্রেসিডিয়াম সদস্য তার প্রচারণা চালিয়েছেন। ঢাকা-১১ আসনে নির্বাচন করছেন বিএনপির আরেক নারী প্রার্থী শামীম আরা বেগম। ধানের শীষের এই প্রার্থী নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এলাকার উন্নয়ন করবেন বলে জানান। তিনি এরই মধ্যে খিলগাঁও, তালতলা, মৌলভীরটেক, হাজীপাড়া, মালিবাগ, রামপুরা এলাকায় গণসংযোগ করেছেন। তিনি জানান, ইতিমধ্যে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান এমপি এ কে এম রহমতুল্লাহ। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি নিজস্ব প্রতীক মোটরগাড়ির পক্ষে ভোট চাইছেন। এরই মধ্যে সালমাকে সমর্থন দিয়েছে বিএনপি। সালমার বিপরীতে লড়বেন আওয়ামী লীগের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। ঢাকা-৮ থেকে মই মার্কা নিয়ে নির্বাচন করছেন বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী শম্পা বসু। প্রকৌশলী শম্পা বসুর সমর্থনে ঢাকায় গণসংযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ। বুয়েটের সাবেক এই নেতা ও নারীনেত্রী গতকাল বলেন, আমরা প্রচারণা চালাতে গিয়ে নারী ও তরুণদের ব্যাপক সমর্থন পেয়েছি। তিনি অভিযোগ করেন,  সেগুনবাগিচা ও দৈনিক বাংলার মোড় এলাকায় তার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ঢাকা-৮ আসনে নারী প্রার্থীদের মধ্যে আরও আছেন ন্যাপের সুমি আক্তার শিল্পী। ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মনোনীত প্রার্থী শিল্পী গাভী মার্কা নিয়ে প্রচারণা চালিয়েছেন। এ ছাড়াও ঢাকা-৮ আসনে গণঐক্যের নবীনতম এবং ঢাকার নারী নেত্রীদের মধ্যে কনিষ্ঠতম প্রার্থী হাসিনা হোসেন। তিনি হারিকেন মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছেন। আরেক নারী প্রার্থী হচ্ছেন ঢাকা-১৬ আসনের কোদাল প্রতীকের নাঈমা খালেদ মনিকা। বাসদের এই প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। মনিকা তার নির্বাচনী এলাকার পল্লবী, রূপনগর, দুয়ারীপাড়া, বর্ধিত পল্লবী, ঈদগাহ মাঠসহ বিভিন্ন এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন।

সর্বশেষ খবর