শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টেকনাফে সাড়ে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে সাড়ে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে। নির্বাচনে সীমান্তরক্ষী বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ব্যস্ততার সুযোগে ইয়াবার এ চালান পাচারের চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, গতকাল ভোররাত পৌনে ২টার দিকে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তরপাড়া এলাকায় খালের পাড় হতে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল নিয়ে মৌলভীবাজার উত্তরপাড়ায় একটি মৎস্য খামারের পাশে তারা অবস্থান নেন। এ সময় ওই ঘরের পাশে একটি সরু খালে পানির শব্দ শুনে টহলদল টর্চলাইট জ্বালালে কয়েকজন লোক বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে টহলদল তল্লাশি চালিয়ে প্রথমে ১টি এবং পরবর্তীতে কাদার মধ্য হতে আরও ১টি ব্যাগসহ ২টি ব্যাগ উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫ কোটি ৪০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ ইয়াবা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এ ছাড়াও আগের রাত ১০টার দিকে সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা দ্বীপের দক্ষিণ পাশে সাগরে অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেন। এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখতে পেয়ে পাচারকারীরা ইয়াবার বস্তা সাগরে ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সাগর থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন।

সর্বশেষ খবর