শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হিন্দু বাড়িতে আগুন দেওয়া জাতির জন্য কলঙ্কজনক

----- র‌্যাব প্রধান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ভোটের মওসুমে ঠাকুরগাঁওয়ে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে ‘জাতির জন্য কলঙ্কজনক’ হিসেবে বর্ণনা করেছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, ‘এ দেশটা সবার। ১৯৭১ সালে সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এ দেশটাকে রক্ত দিয়ে রক্ষা করেছে। দেশটাকে আমরা সামনে নিয়ে যাচ্ছি এ সরকারের নেতৃত্বে, সেটাও কিন্তু সবাই মিলেমিশে করে যাচ্ছি।’

গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষ্ণ ঘোষের পরিবারের জন্য র‌্যাবের তৈরি করে দেওয়া নতুন বাড়ির চাবি হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেনজীর। উল্লেখ্য, ভোটের ডামাডোলের মধ্যে গত ২১ ডিসেম্বর কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হলে আটটি ঘর, ৬০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে যায়, মৃত্যু হয় সাতটি ছাগলের।

সর্বশেষ খবর