সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুনঃতফসিল ঘোষণা ও ভোটের দাবি মান্নার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাত ১২টা থেকে মহাজোট প্রার্থীর পক্ষে লাঙ্গল প্রতীকে ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভরানো হয়েছে।

ফজরের নামাজের পর থেকে প্রতি সেন্টারে ককটেল বিস্ফোরণ করে ভোট ডাকাতি করা হয়েছে। সকালে ভোট কেন্দ্রগুলোতে পুলিশ তালা দিয়েছে।

ধানের শীষের সমর্থক ও ভোটারদের ভোট প্রদান করতে দেওয়া হচ্ছে না। নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। ভোটারদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। সে কারণে পুনরায় তফসিল ঘোষণা করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, এই পরিস্থিতিতে বগুড়া-২ শিবগঞ্জ আসন থেকে জয়লাভ করার কোনো সম্ভাবনা দেখছেন না।

রবিবার দুপুরে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে প্রেস বিফ্রিং করে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন নাগরিক ঐক্যের সদস্য আতিকুর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান, বগুড়া জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আবদুল বাছেদ প্রমুখ।

সর্বশেষ খবর