সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এ নির্বাচন নিষ্ঠুর প্রহসন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের ভোট জাতির সঙ্গে নিষ্ঠুর প্রহসন। এর মাধ্যমে জাতীয় জীবনে দীর্ঘদিনের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গতকাল রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এর আগে গতকাল সকাল সোয়া ৮টার দিকে ঠাকুরগাঁও-১ নিজের নির্বাচনী আসনের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে মির্জা ফখরুল বলেন, সরকার এভাবে নির্বাচন করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেলবে।  এতে নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি এবং প্রশাসনের ওপর মানুষের আর আস্থা থাকবে না। এটা দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল। বিএনপি মহাসচিব বলেন, সরকার সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে যে তামাশা করছে, ইতিমধ্যে তা প্রমাণ হয়ে  গেছে। ঠাকুরগাঁও-১ আসনে আমি যখন ভোট কেন্দ্রে যাই তখন থেকে শুরু করে বেলা ১০টা-১১টা পর্যন্ত ভোটাররা  কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছিল। তার পরেই তারা যখন  দেখেছে ভোটাররা যদি এভাবে ভোট দিতে আসে, ভোটটা হয়ে যায় তাহলে তাদের পরাজয় রোধ করা যাবে না। তখনই তারা তাদের বাহিনী এবং সেই সঙ্গে সরাসরি প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন মাঠে নেমে ভোটারদের বের করে দিয়ে, মারধর করে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের পক্ষে সিল মারতে শুরু করে। মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশ থেকে যে খবর পেয়েছি তা প্রায় একই রকম। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার প্রশাসনের কাছে গেছি। রিটার্নিং অফিসারের কাছে গেছি। আমি তাদের বলেছি, আপনারা ব্যবস্থা  নেন। তারা তা সহজে নেননি। নিলেও দেরি করে নিয়েছেন। একটা প্রহসনের নির্বাচন হচ্ছে। আমরা যেহেতু নির্বাচনে আছি, পরে আমরা সিদ্ধান্ত নেব।’

সর্বশেষ খবর