মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঋণখেলাপিদের শাস্তি নিশ্চিত করতে হবে

-এ কে আজাদ

ঋণখেলাপিদের শাস্তি নিশ্চিত করতে হবে

নতুন সরকারকে কুঋণ বন্ধ এবং অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, আগামীতে ঋণখেলাপিদের শাস্তি নিশ্চিত করতে হবে। এর ফলে নতুন করে কেউ ঋণখেলাপি হতে উৎসাহিত হবেন না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ কে আজাদ বলেন, প্রতিটি খাতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ও রাজস্ব খাত এবং ভ্যাট ব্যবস্থার সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। যেসব উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি, সেগুলোর কাজ নতুন বছর ২০১৯ সালের মধ্যে সমাপ্ত করা হোক। দেশের শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের এই কর্ণধার বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে দ্রুত ওয়ান স্টপ সেবা চালু করতে হবে। এলএনজি লাইন দ্রুত নির্মাণ করতে হবে। শিল্পের পাশাপাশি কৃষি খাতে কর্মসংস্থান বাড়াতে হবে। নতুন সরকারকে ব্যবসায়ীদের আরও আস্থা বাড়াতে হবে। এ কে আজাদ বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। এ ক্ষেত্রে খেলাপি ঋণ বন্ধে সুশাসন নিশ্চিত করতে হবে। অনাদায়ী টাকা আদায় নিশ্চিত করতে হবে। ঋণখেলাপিদের শাস্তি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর