মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার নিরঙ্কুশ জয়ের খবর

নিজস্ব প্রতিবেদক

রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ৩০ ডিসেম্বরের ভোটে ব্যালট বিপ্লবে ২৯৮ আসনের মধ্যে ২৫৯টিই নিজেদের ঝুলিতে পুরেছে দলটি। নিরঙ্কুশ বিজয়ে সারা বিশ্ব থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শেখ হাসিনা। শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। বিশ্ব মিডিয়াও ফলাও করে প্রচার করেছে এ নির্বাচনের খবর।

শনিবার থেকে বিশ্ব গণমাধ্যমগুলো তাদের অনলাইন ভার্সনে কিছুক্ষণ পরপরই বাংলাদেশের নির্বাচনের খবর নিয়ে শিরোনামে পরিবর্তন আনে। নির্বাচনকালীন নানা সহিংসতার শঙ্কা নিয়ে শিরোনাম প্রকাশ করে। পরবর্তীতে বিরোধী দলের ভোট বর্জন ও হতাহতের ঘটনা তাদের শিরোনামে গুরুত্ব পায়। গতকাল গণমাধ্যমগুলোয় উঠে আসে রেকর্ড বিজয়ের খবর। এসব প্রতিবেদনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘গণতন্ত্রের আইকন’, ‘লৌহমানবী’-সহ নানা  বিশেষণে আখ্যায়িত করা হয়। এসব খবরে শেখ হাসিনার মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে অনেক গণমাধ্যমে উঠে আসে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি। এএফপি : ‘শেখ হাসিনা : গণতন্ত্রের আইকন থেকে লৌহমানবী’ শিরোনামে বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি বলছে, টানা ১৫ বছরের জন্য ক্ষমতার মসনদে চড়তে যাচ্ছেন শেখ হাসিনা। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ায় ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাব কুড়িয়েছেন তিনি। দেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে অসীম ভূমিকা রাখায় সমর্থকদের কাছে উচ্চ প্রশংসিত হয়েছেন দক্ষিণ এশিয়ার এ লৌহমানবী। সিএনএন : ‘বাংলাদেশে নির্বাচনী সহিংসতার মাঝে তৃতীয় দফা বিজয় হাসিনার’ শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে সংবাদমাধ্যমটি লিখেছে, সহিংস নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্ট পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে। রয়টার্স : বাংলাদেশের নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই খবর প্রকাশ করছে বার্তা সংস্থা রয়টার্স। এর একটিতে বলা হয়েছে, সাড়ে ১৬ কোটি মানুষের এ দেশের বিভিন্ন প্রান্তে রয়টার্স প্রতিবেদকরা ছিলেন। তারা দেখেছেন ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। তবে এ ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জিতবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আর তা হলে তিনি টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকবেন। সংবাদমাধ্যমটির একটি শিরোনাম ছিল ‘শেখ হাসিনার বিজয় সুরক্ষিত, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের’। দ্য গার্ডিয়ান : যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছে, ‘বাংলাদেশের নির্বাচনে বিপুল ভোটে প্রধানমন্ত্রী হাসিনার জয়, প্রহসনের দাবি করে বিরোধী পক্ষের, প্রত্যাখ্যান’। নির্বাচনে সহিংসতার কথা তুলে ধরে সংবাদমাধ্যমটি লিখেছে, ৭১ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তার আরেকটি বিশ্বাসযোগ্য জয়ের মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভোটাররা তাদের নাগরিক অধিকারের ক্ষতিও মেনে নিতে রাজি আছেন। বিবিসি : যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটি ‘বাংলাদেশের নির্বাচন : প্রধানমন্ত্রী হিসেবে নতুন দফায় নির্বাচিত শেখ হাসিনা’ শিরোনাম করে প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগের একটি প্রতিবেদনে লেখা হয়, এবারের নির্বাচনে কিছুটা এগিয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুর্নীতির দায়ে জেলে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম : ভারতের আনন্দবাজার শিরোনাম করেছে, ‘আওয়ামী প্লাবনে খড়কুটোর মতো ভেসে গেল বিএনপি-জামায়াত জোট, বাংলাদেশে ইতিহাস’। দ্য হিন্দু শিরোনাম করেছে, ‘বাংলাদেশের রক্তক্ষয়ী নির্বাচনে শেখ হাসিনার ভূমিধস জয়’। এনডিটিভির শিরোনাম, ‘বাংলাদেশে হাসিনার নিরঙ্কুশ বিজয়, পুনর্নির্বাচনের দাবি বিরোধী পক্ষের’। এর আগের একটি প্রতিবেদনে এনডিটিভি জানায়, কড়া নিরাপত্তার চাদরে বাংলাদেশে ভোট গ্রহণ হয়েছে। ভোট পর্বের শুরু থেকেই অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জিতলে টানা তিনবার জেতা হবে তার। দেশটির অন্য জনপ্রিয় সংবাদমাধ্যম এই সময় ‘বাংলাদেশে হাসিনার হ্যাটট্রিক, বিপুল জয়ে ফের ক্ষমতায় আওয়ামী লীগ’ শিরোনামের প্রতিবেদনে লিখেছে, ইতিহাস গড়ল আওয়ামী লীগ। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন শেখ হাসিনা। একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় মহাজোটের। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ৩০০ আসনের ২৯৮টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৫৯টি। জি নিউজ বেশ গুরুত্বসহকাওে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিজয়ের খবর পরিবেশন করে। গণমাধ্যমটির ওয়েবসাইটেই শেখ হাসিনার ‘বিজয় চিহ্ন’সংবলিত ছবি প্রকাশ করা হয়। দেশটির আজকাল পত্রিকায় ‘বাংলাদেশ নির্বাচন : শেষ হাসি হাসলেন হাসিনাই’ শিরোনামে লেখা খবরে বলা হয়েছে, পদ্মাপারে ভোট হলো মূলত উৎসবের পরিবেশেই। কিন্তু গোলমালও হয়েছে। ভোট-হিংসার বলি ২২ জন। টানা তৃতীয়বার বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছেন তিনি। এ নিয়ে চারবার। তবে এ ফলাফল প্রত্যাখ্যান করে নতুনভাবে নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিরোধীরা। ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ‘বাংলাদেশের নির্বাচনে বড় জয় হাসিনার, পাতানো নির্বাচন বলে দাবি বিরোধীদের’ এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।

এর বাইরে কাতারভিত্তিক আলজাজিরা শিরোনাম করেছে- ‘বাংলাদেশের নির্বাচনে হাসিনার জয়, বিরোধীদের প্রত্যাখ্যান’। এর আগে এক প্রতিবেদনে সংবাদমাধ্যটি জানায়, বাংলাদেশের সংসদ নির্বাচনে ১০ কোটির বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। ‘নিয়ন্ত্রণমূলক নির্বাচনী পরিবেশ’ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের মধ্যেই নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ঢাকায় ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং জনগণের রায় মেনে নেব।’ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘সহিংসতার নির্বাচনে তৃতীয় মেয়াদে বিজয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর’। দেশটির আরেক সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের শিরোনামে লেখা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে হাসিনার নেতৃত্বাধীন জোটের বিজয়, নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে’। সাউথ চায়না মর্নিং পোস্ট শিরোনাম করেছে ‘নির্বাচনে কারচুপিতে ভোট পড়ছে কম’। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া লিখেছে, ‘বাংলাদেশের নির্বাচনে পাঁচ বছর মেয়াদে তৃতীয় দফা নির্বাচিত প্রধানমন্ত্রী হাসিনা’। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ব্রিসবেন টাইমস শিরোনাম করেছে, ‘বাংলাদেশ নির্বাচনে বিশাল জয়ের ঘোষণা প্রধানমন্ত্রী হাসিনার’। অন্যদিকে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস লিখেছে, ‘নির্বাচনে বিপুল জয় হাসিনার, কারচুপির অভিযোগ বিরোধী পক্ষের’। পাকিস্তানের অন্যতম গণমাধ্যম ডন নিউজ জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা ও টেলিভিশনের খবরে উঠে আসে বাংলাদেশের নির্বাচনের খবর।

সর্বশেষ খবর