মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিজয়ী ২২ নারী

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬৯ জন নারী প্রার্থী। এর মধ্যে নির্বাচনে জয়লাভ করেছেন ২২ জন। গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হন। এ ছাড়াও অন্যান্য আসনের জয়ী প্রার্থীরা হলেন মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি। ফেনী-২ আসনের জাসদের নৌকা প্রতীকের শিরীন আখতার। গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি এবং গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি। যশোর-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ইসমত আরা সাদেক। রংপুর-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী শিরীন শারমিন চৌধুরী। কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহীন আক্তার। চাঁদপুর-৩ থেকে আওয়ামী লীগের দীপু মনি। মানিকগঞ্জ-২ আসন থেকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মমতাজ বেগম। বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের হাবিবুন নাহার। কুমিল্লা-২ থেকে আওয়ামী লীগের সেলিমা আহমাদ মেরী। শেরপুর-২ থেকে আওয়ামী লীগের মতিয়া চৌধুরী। ময়মনসিংহ-৪ থেকে জাতীয় পার্টির রওশন এরশাদ। নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগের বেগম রেবেকা মোমিন। বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না। খুলনা-৩ আসনে নৌকা প্রতীকের মন্নুজান সুফিয়ান। ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের সাজেদা চৌধুরী। সুনামগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের জয়া সেনগুপ্ত। গাইবান্ধা-২ আসনে আওয়ামী লীগের মাহাবুব আরা গিনি। ঢাকা-১৮ আসনে সাহারা খাতুন এবং নোয়াখালী-৬ আসন থেকে আওয়ামী লীগের আয়েশা ফেরদাউস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর