মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
গভীর রাতে ফল ঘোষণা

কুমিল্লা-১ আসনে সুবিদ আলী ভূঁইয়া নির্বাচিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূঁইয়াকে রবিবার গভীর রাতে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। দাউদকান্দি ও মেঘনা-এই দুই উপজেলা নিয়ে এই আসন।

সূত্র জানায়, প্রথমে দাউদকান্দি উপজেলার ফল ঘোষণা করা হয়। এতে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে ছিলেন । তিনি পান ৮৩ হাজার ৩৫ ভোট। সুবিদ আলী পান ৭৩ হাজার ১১১ ভোট। সবাই আশাবাদী হয়ে ওঠেন, বিএনপি কুমিল্লা জেলায় অন্তত একটি আসন পাচ্ছে। তবে মেঘনার ভোটের হিসাবে পিছিয়ে যান ড. মোশারফ। এখানে নৌকা পেয়েছে ৫৮ হাজার ৭৬২ ভোট, ধানের শীষ পেয়েছে ১২ হাজার ১৮ ভোট। পুনঃভোট গণনা করতে ড. মোশারফ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানান। জেলা রিটার্নিং কর্মকর্তা রবিবার মধ্যরাতে ফলাফল ঘোষণা কক্ষে উপস্থিত সাংবাদিকদের জানান, মঙ্গলবার কুমিল্লা-১ আসনের ভোট আবার গণনা করা হবে। তবে পরে রাতেই নৌকার প্রার্থী সুবিদ আলী ভুইয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে বক্তব্য নিতে ফোনে যোগাযোগ করে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল ফজল মীরকে পাওয়া যায়নি। তবে দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহাবুব আলম জানান, নৌকার প্রার্থী সুবিদ আলী ভুঁইয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৮৬২ জন। কেন্দ্র ১২৯টি। নৌকার প্রার্থী সুবিদ আলী ভুঁইয়া পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৮৭১ ভোট, ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশারফ হোসেন পেয়েছেন ৯৫ হাজার ৫৪২ ভোট। জয় কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ড. খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, দাউদকান্দির ১৮টি কেন্দ্র এবং মেঘনার প্রায় সব কেন্দ্র দখল হয়ে যায়। তিনি বলেন, কেন্দ্র দখল করে আমার জয় কেড়ে নেওয়া হয়েছে। সারা দেশে আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে কেন্দ্র দখল করেছে। তাই আমি আমার আসনের জয় পরাজয় নিয়ে আর ভাবছি না।

সর্বশেষ খবর