বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

মোদির সভায় কালো পোশাক নিষিদ্ধ!

দীপক দেবনাথ, কলকাতা

কালো কাপড় বা কালো পতাকা দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মান নষ্ট করতে পারে এ আশঙ্কায় প্রধানমন্ত্রীর জনসভায় আসতে ইচ্ছুক ব্যক্তিদের কালো পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি দেশটির ঝাড়খন্ডের পালামুতে নরেন্দ্র মোদীর সভা। কিন্তু সেখানে অংশগ্রহণ করতে গেলে কোনো কালো বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না-এমন নির্দেশ জারি করেছে পালামু জেলা প্রশাসন।

পালামুর পুলিশ সুপার ইন্দ্রজিত মাহাতো এক নির্দেশ জারি করে বলেছেন, ‘মোদীর সভায় যোগ দিতে গেলে কালো রঙের শাল, ট্রাউজার, শার্ট, কোট, সোয়েটার, মাফলার, মোজা, টাই, ব্যাগ বা জুতা পরা যাবে না। তবে জুতার ওপর নিষেধাজ্ঞা চাপানোর পর বিতর্ক ওঠায় কালো জুতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পুলিশ সুপারের তরফে পার্শ¦বর্তী ছাতরা, লাতেহার এবং গারোয়া ডেপুটি কমিশনারদের নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, আগামী ৫ জানুয়ারি মোদির জনসভা আছে। ওই সভায় কালো বস্তু নিয়ে যাতে কোনো ব্যক্তি উপস্থিত না হন তা যেন নিশ্চিত করা হয় এবং প্রত্যেকে যেন বৈধ পরিচয়পত্র নিয়ে প্রবেশ করেন। সূত্রের খবর, রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের (প্যারা-টিচার) বিক্ষোভ এড়াতেই এমন নির্দেশ জারি করেছে পুলিশ। চাকরি নিয়মিত করা, সরকারের শিক্ষকদের মতো বেতন কাঠামো তৈরিসহ একাধিক দাবিতে তিন মাসের বেশি সময় ধরেই ঝাড়খন্ডে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। গত মাসেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের এক অনুষ্ঠানে কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন প্যারা-টিচাররা। প্রশাসনের আশঙ্কা, কালো পতাকা দেখিয়ে প্যারা-টিচাররা প্রধানমন্ত্রীকেও বিক্ষোভ দেখাতে পারে।

সর্বশেষ খবর