শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কেমন মন্ত্রিসভা চাই

তরুণদের সুযোগ দেওয়া হোক

-ড. নাজনীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

তরুণদের সুযোগ দেওয়া হোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তরুণদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের জেষ্ঠ গবেষক ড. নাজনীন আহমেদ। তিনি বলেন, দেশে এখন উন্নয়নমূলক অনেক প্রকল্প চলমান রয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য দক্ষ, যোগ্য ও সংশ্লিষ্টদের মন্ত্রিসভায় দরকার। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ড. নাজনীন আহমেদ তরুণদের মন্ত্রিসভায় সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নারী-শিশু, ক্রীড়া ও পর্যটনের মতো বিষয়গুলোর জন্য তরুণ মন্ত্রী দরকার। এই অর্থনীতিবিদের মতে, ঋণখেলাপিদের কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত হবে না। মন্ত্রীদের অনেক দায়িত্ব আছে। তাই কেবল দলীয় বিবেচনায় কাউকে মন্ত্রিত্ব নয়। সততার রেকর্ড দেখে মন্ত্রণালয় দেওয়া উচিত। তবে বাংলাদেশের বাস্তবতায় ৩০ জনের বেশি মন্ত্রী ও মন্ত্রণালয়ের দরকার নেই। মন্ত্রিসভার আকার ছোট হলে ভালো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর