শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সুবর্ণচরে গণধর্ষণ

আরও দুজন গ্রেফতার ধর্ষিতার দায়িত্ব নিলেন এমপি একরাম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীর যাবতীয় চিকিৎসা ব্যয়, পরিবারের পুনর্বাসন ও সব আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এদিকে পুলিশ ঘটনার মূল পরিকল্পনাকারী হাসান আলী বুলু ও মামলার আরেক আসামি জসিম উদ্দিনকে  চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, গতকাল দুপুর ১টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বুলুকে চরজব্বার থানা পুলিশ গ্রেফতার করে। তিনি জানান, এ বুলুই ১০ হাজার টাকা দিয়ে লোক ভাড়া করে গণধর্ষণের ঘটনা ঘটায় বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। বুলু সাবেক ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের ব্যক্তিগত সহকারী। একই দিন ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে মামলার আরেক আসামি জসিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করে পুলিশ। জসিম সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের মোতাহের হোসেনের ছেলে। জসিম পেশায় কলা বিক্রেতা। ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। মামলার তদন্তে ঘটনার সঙ্গে জসিমের সম্পৃক্ততা পায় পুলিশ। প্রযুক্তিগত সহায়তা নিয়ে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে রাতেই অভিযানে নামে চরজব্বার থানা পুলিশের একটি টিম। তিনি জানান, এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো। এদিকে গতকাল বিকালে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সঙ্গে দেখা করে তার সহায়তার বিষয়ে ঘোষণা দেন। এ সময় একরামুল করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মোজাম্মেল হক মানিক। এ সময় হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন জানান, এমপি একরামুল করিম চৌধুরী ক্ষতিগ্রস্ত এ পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা ও পুনর্বাসনের সার্বিক দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, এটা দলের কোনো বিষয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়া এদিন দুপুরে ভুক্তভোগীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা। তারা এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের সবাইকে গ্রেফতার ও দ্রুত আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান। তারা বলেন, এ ঘটনাকে রাজনৈতিকভাবে না দেখে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে বিচার করতে হবে। প্রতিনিধি দলে আরও ছিলেন বজলুর রশিদ, আকবর খান, আবদুস সাত্তার ও মাইন উদ্দিন চৌধুরী লিটন।

আজ যাচ্ছেন মির্জা ফখরুল : আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গণধর্ষণের শিকার ওই নারীকে দেখতে নোয়াখালীর সুবর্ণচরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। আজ সকাল ৭টায় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নোয়াখালীর উদ্দেশে রওনা দেবে। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে তারা যাত্রা করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর